• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে অস্ত্রধারী আটক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১  

জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে অস্ত্রধারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, অস্ত্রধারী ওই ব্যক্তি অবস্থান নেওয়ার কারণে সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিভিন্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচার করা চিত্রে দেখা যায়, অস্ত্রধারী ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন। 

নিউ ইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, অস্ত্রধারী ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছে। জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই।

অস্ত্রধারীর উপস্থিতির কারণে জাতিসংঘ সদর দপ্তর সাময়িকভাবে লকডাউন করে রাখা হয়। আত্মসমর্পণের আগে ওই অস্ত্রধারী রাস্তায় কয়েকটি নোটবই রেখে গেছে। পুলিশ সেগুলো সংগ্রহ করে খতিয়ে দেখছে। 

নিউ ইয়র্ক পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, আটক ব্যক্তির বয়স ৬০ বছরের কাছাকাছি।

জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি প্রথমে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –