• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ইয়াজিদি তরুণরা উদযাপন করল পিকেকের প্রতিষ্ঠাবার্ষিকী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

২৭ নভেম্বর শেঙ্গালে পিকেকে (কুর্দিস্তান পিপলস পার্টি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

ইয়াজিদি ইয়ুথ ইউনিয়ন এবং ইয়াজিদি ইয়ং উইমেনস মুভমেন্ট পিকেকে-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করে। উদযাপনের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় গুলবেল পিপলস অ্যাসেম্বলির সামনে জোরভা, বোরিক ও গুহবেল-এর অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিং অব ফায়ারে 'আপো' লিখে উদযাপন শুরু হয়।

উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে ইয়াজিদি যুব ইউনিয়নের সদস্য এলি জেরি বলেন, ইয়াজিদি জনগণের ভুলে যাওয়া উচিত নয় যে পিকেকে আমাদের যত্ন নিয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে আমরা আরো সাফল্য উদযাপন করব। নেতা আপোর দর্শন ও ধারণার জন্য ধন্যবাদ। আমরা শেষ ইয়াজিদি গণহত্যার পর নিজেদের সংগঠিত করার জায়গা পেয়েছি। আমরা আমাদের জমিতে বসবাস করার সুযোগ পেয়েছি।

বক্তৃতার পর আগুন জ্বালিয়ে তার চারপাশে হালায় নাচে তরুণরা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –