• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফিলিস্তিনের স্বাধীনতা চান না ইসরায়েলের প্রধানমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধী তিনি। এ ছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও আলোচনা করতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।  বুধবার এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দেশটির কান নিউজকে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত। এ ছাড়া তিনি ইসরায়েলের বিভিন্ন জাতীয় ইস্যু ও তার উন্নয়ন সম্পর্কে বলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও কোনো আলোচনা চান না। 

এর কারণ হিসেবে তিনি বলেন, মাহমুদ আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষ হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে ইসরায়েলের সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে মামলা করেছে। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মৃত ও আটক ফিলিস্তিনিদের আত্মীয়-স্বজনদের অর্থ সাহায্য করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ইসরায়েলের দৈনিক পত্রিকা ইয়েদিওথ অহরনোথকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যুক্তি দিয়ে বলেন, একসময় পুরো জেরুজালেমই ছিল ইসরায়েলের রাজধানী। যদিও ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু, ফিলিস্তিনিদের এ দাবিকে ইসরায়েলি প্রশাসন প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ পুরো জেরুজালেম শহরকেই তাদের রাজধানী দাবি করে থাকে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –