• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মিয়ানমার সামরিক শাসন: সরকারের ‘প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

মিয়ানমার সেনা সদস্যদের উপরে চাপ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমার জান্তার বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার। এই সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাসি লা মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ কথা জানান।

দুয়া লাসি বলেন, জনগণের জীবন ও জানমাল রক্ষায় সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধ শুরু করতে যাচ্ছে। তিনি বলেন, `যেহেতু এটি একটি জনবিপ্লব, তাই সমগ্র মিয়ানমারের সকল নাগরিক দেশের প্রতিটি প্রান্তে মিন অং হ্লাইং এর নেতৃত্বাধীন সামরিক সন্ত্রাসীদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলবে।'

মিয়ানমারে গেলো ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দল এনএলডিসহ অন্যান্য জান্তা বিরোধী দলগুলোর আত্মগোপনকারী নেতাদের নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠন করা হয়েছে। সামরিক সরকারকে চাপে ফেলতে বিরোধিরা যখন নতুন কৌশল ঘোষণা করেছে তার ঠিক আগেই আসিয়ানের অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি হয়েছে সামরিক জান্তা। চলতি বছরের শেষ নাগাদ এ অস্ত্রবিরতি বাস্তবায়নের কথা রয়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে সেখানে সহিংসতা বন্ধের চেষ্টা করে আসছে আসিয়ান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –