• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

কাজাখস্তানের দক্ষিণাঞ্চলের তারাজ শহরের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর জেরে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। 

জানা গেছে, বিস্ফোরণে আরো অন্তত ৯৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহদের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ বলেছেন, ঝাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে ১০ বার বিস্ফোরণ ঘটেছে। 

তিনি আরো জানিয়েছেন, প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –