• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কাবুলে আরো হামলার শঙ্কার কথা জানাল যুক্তরাষ্ট্র

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১  

যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আরো হামলা হতে পারে। যুক্তরাষ্ট্রের শঙ্কা, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট রকেট কিংবা যানবাহনে করে বোমা হামলা চালাতে পারে।

এ ব্যাপারে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, কাবুল বিমানবন্দরে আরো হামলার শঙ্কায় সতর্ক রয়েছেন মার্কিন কমান্ডাররা। প্রস্তুত থাকার জন্য সব কিছুই করছেন বলেও জানিয়েছেন ফ্রাঙ্ক।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে ৯০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছে। আহতদের মধ্যেও মার্কিন সৈন্য রয়েছে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি।

আইএসকেপি দাবি করেছে, তাদের এক আত্মঘাতী হামলাকারী মার্কিন বাহিনীর অনুবাদক ও সহযোগীদের লক্ষ্য করে হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যারা এই হামলা চালিয়েছে, সেই সঙ্গে যে কেউ যুক্তরাষ্ট্রের ক্ষতি চায়, এটা জেনে রাখুন- আমরা ক্ষমা করব না। ভুলেও যাব না। আমরা আপনাকে শিকার করব এবং এর খেসারত আপনাকে দিতে হবে।

বাইডেন আরো বলেন, কাবুল বিমানবন্দরের কাছে হামলা মার্কিন নাগরিক এবং আফগান নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের মিশনকে থামাতে পারবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –