• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

স্বাগত ২০২৪

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

বিদায় নিলো আরো একটি বছর। ঘড়ির কাঁটা রাত ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো নতুন বর্ষ গণনা। সব ব্যথা-বেদনা, দুঃখ-কষ্ট ভুলে নতুন আলোর প্রত্যাশায় সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও বরণ করে নেয়া হয়েছে নতুন বছর ২০২৪-কে।

বিশ্বব্যাপী ২০২৩ সাল ছিল বিভিন্ন ক্ষেত্রে ঘটনাবহুল। বছরটির কথা বিশ্ববাসীর মনে থাকবে অনেকদিন।

এদিকে রাত ১২টা ১ মিনিটে নতুন বছরকে বরণ করে নিয়েছে সব শ্রেণি-পেশার মানুষ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমে বার্তা পাঠিয়ে প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের শুভ কামনা জানাচ্ছেন সবাই।

সারাবিশ্বে পুরনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাপক উৎসবের আয়োজন করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দেশ টোঙ্গা, কিরিবাতিতে ২০২৩ সালকে প্রথম বিদায় জানানো হয় এবং নতুন বছরকে বরণ করা হয়।

সবকিছু ছাপিয়ে নতুন বছরটি জাতির জন্য কল্যাণ ও মঙ্গল বয়ে আনুক সেটাই সবার প্রত্যাশা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –