• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সোমবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসও জানিয়েছে, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারা ম্যাকডোনাল্ডের সফরটি আপাতত হচ্ছে না। তবে কী কারণে এই সফরটি স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি রাতে তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার। পরদিন ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল।

এ ছাড়া ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিতর হওয়ার কথা ছিল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –