• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কলম্বোয় মোমেন-হিনার সাক্ষাৎ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেনের সঙ্গে আজ শ্রীলঙ্কায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) কলম্বোয় মোমেন-হিনার সাক্ষাতের তথ্য জানায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।

মোমেন-হিনার সাক্ষাতের বিষয়ে এক টুইট বার্তায় হাইকমিশনার লিখেছে, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কলম্বোয় সাক্ষাৎ করেছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সুবিধার বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

কলম্বোয় শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটি সফরে যান ড. মোমেন। বর্তমানে মোমেন দেশটি সফরে রয়েছেন। আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

উল্লেখ্য, গত বছরের জুলাইতে আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-এইট (D-8) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসার কথা ছিল হিনার। কিন্তু শেষ অবধি হিনার ঢাকা সফর বাতিল করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –