• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফোর্বসের তালিকায় সাত বাংলাদেশি তরুণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২২  

২০২২ সালের ‘ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার তালিকা প্রকাশ হয়েছে, এতে স্থান পেয়েছেন বাংলাদেশের সাত যুবক।
২০১১ সালে ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস এ তালিকা প্রবর্তন করে। এতে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত আঠারোজন বাংলাদেশি তাদের অসামান্য কাজের জন্য তালিকাভুক্ত হয়েছেন।

এ বছর ত্রিশ বছরের কম বয়সী সাত বাংলাদেশি তিনটি খাতে তাদের কাজের জন্য তালিকাভুক্ত হয়েছেন। এ সব খাত হল- এন্টারপ্রাইজ টেকনোলজি, সোশ্যাল ইমপ্যাক্ট এবং ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি।

এন্টারপ্রাইজ টেকনোলজিতে স্থান পেয়েছেন এলিস ল্যাবসের প্রতিষ্ঠাতা শুভ রহমান।

সোশ্যাল ইমপ্যাক্ট খাতে আছেন ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী ও মোহাম্মদ তাকি ইয়াসির এবং শাটলের সহ-প্রতিষ্ঠাতা রিয়াসাত চৌধুরী ও জাওয়াদ জাহাঙ্গীর।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –