• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে ঈদ কার্ডের প্রচলন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২২  

প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে ঈদ কার্ডের সেই প্রচলন। এখন আর কেউ কাউকে ঈদ কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান না। সেই জায়গা এখন দখল করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।

ঈদের শুভেচ্ছা এখন সবাই জানায় মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেই সঙ্গে ইমো, টুইটার, ই-মেইলে টুং একটা শব্দের মাধ্যমে ইন্টারনেট সংযোগ যুক্ত মোবাইলে স্ক্রিনে ভেসে উঠছে ঈদের শুভেচ্ছা বার্তা।

এছাড়া কয়েক বছর আগেও অনেকে মোবাইল অপারেটরদের মাধ্যমে এসএমএসের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানো হতো। বলতে গেলে এ রেওয়াজটাও এখন আর নেই। এখন সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই শুভেচ্ছা বার্তা পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি চাকরিজীবী রুমা আক্তার বলেন, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা ঈদ কার্ড কি সেটা জানে না। অথচ আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা ছোট ছিলাম তখন বন্ধু-বান্ধব থেকে শুরু করে আপনজনকে ঈদের শুভেচ্ছা জানাতাম ঈদ কার্ডের মাধ্যমে। তখন এমন সব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছিল না। আসলেই সে সময় খুব মিস করি। এখন শখ করে কাউকে ঈদ কার্ড দিতে চাইলেও ঈদ কার্ড আর খুঁজে পাওয়া যায় না।

রাজধানীর পল্টনে কার্ডের বেশ কয়টি দোকান ঘুরে দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে ঈদ মৌসুমে কার্ডের রমরমা ব্যবসা ছিল। সবাই সবাইকে ঈদ কার্ড দেওয়ার একটা প্রচলন ছিল। সেই ব্যবসা এখন আর নেই।

তারা জানান, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সংগঠন, কর্পোরেট অফিসের ঈদ কার্ডের অর্ডার আসত, ঈদের আগে দম ফেলার সময় পাওয়া যেতো না। কিন্তু কালের বিবর্তনে এখন ঈদ কার্ডের ব্যবসা হারিয়ে গেছে। এখন সবাই ডিজিটাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –