• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাদেশের জনগণের প্রতি রোহিঙ্গারা কৃতজ্ঞ: ডেনমার্কের রাজকুমারী  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২  

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বলেছেন, বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি রোহিঙ্গারা অনেক বেশি কৃতজ্ঞ। গতকাল মঙ্গলবার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলাপের পর তিনি এ কথা বলেন।

ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বলেন, রোহিঙ্গা সমস্যার মতো জটিল একটা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে গেছে। সমস্যাটি এখনো বিরাজমান- তা বিশ্ব সম্প্রদায়কে মনে করিয়ে দিতে হবে। ডেনমার্কের ক্রাউন প্রিসেন্স ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন মঙ্গলবার সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকর্তারা। এ সময় তিনি ডেনিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

এরপর ৮ ও ৬ নম্বর ক্যাম্প ঘুরে দেখেন ডেনমার্কের রাজকুমারী এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতারবাগড় এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে, সোমবার বিকেলে তিনদিনের সফরে কক্সবাজারে পৌঁছান ডেনমার্কের ক্রাউন প্রিসেন্স ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –