• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘আগুনের ঘটনায় যে-ই দায়ী থাকুক আইনের আওতায় আনা হবে’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় যে-ই দায়ী থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, সারা বাংলাদেশ এ ঘটনায় স্তব্ধ। আগুনের ঘটনায় রূপগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, চার ছেলেসহ শীর্ষ আট কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সামান্য ত্রুটি থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুর আড়াইটায় আগুনে পোড়া রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজের জুস কারখানাটি পরিদর্শনে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এখানে কতজন লোক কাজ করছিল, তারা কী করছিল? তা তদন্তে বের হয়ে আসবে। তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের পর আমরা বলতে পারবো কী ঘটেছে। যা-ই ঘটেছে এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, যারা চিকিৎসাধীন আছেন তারা যাতে সুস্থভাবে ফিরে আসেন, আল্লাহর কাছে সে দোয়া করি। সরকারিভাবে যে সহযোগিতা করার কথা ছিল জেলা প্রশাসক করেছেন। আমরা এরপরও আরো কী করা যায় তা দেখবো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –