• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিপাকে পড়েছেন অভিনেত্রী রুক্মিণী   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪  

ভারতের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র বিপাকে পড়েছেন। এ বিষয়টি তিনি তার ভক্ত-অনুরাগীদেরও জানিয়েছেন। জানা গেছে, হ্যাকারদের কবলে পড়েছে রুক্মিণী মৈত্রের ফেসবুক প্রোফাইল।

ইনস্টাগ্রাম প্রোফাইলে রুক্মিণী মৈত্র নিজেই এ কথা জানিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আমার ফেসবুক প্রোফাইল সম্ভবত হ্যাক করা হয়েছে। সকাল থেকে এই বিষয়ে প্রচুর মেসেজ পেয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা করছে আমার টিম।’

এই পোস্টের ঠিক দুইঘণ্টার ব্যবধানে আরও একটি পোস্ট করেন রুক্মিণী মৈত্র। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন তিনি।

এতে রুক্মিণী মৈত্র লেখেন, ‘আপনাদের সকলকে জানানো হচ্ছে, আমার ফেসবুক পেজ থেকে অথবা আমার ছবি দেওয়া নিশা নামের কোনো আইডি থেকে যোগাযোগ করা হলে দয়া করে কেউ উত্তর দেবেন না। এখনো আমার প্রোফাইল উদ্ধারের কাজ চলছে’-এমনটাই লিখেছেন রুক্মিণী মৈত্র।

দুইদিন আগে ‘বুমেরাং’ সিনেমা সংক্রান্ত শেষ পোস্ট ছিল রুক্মিণী মৈত্রের প্রোফাইলে। এরপর শনিবার অস্পষ্ট কিছু লেখা ও ছবি দিয়ে মোট পাঁচটি পোস্ট করা হয়েছে প্রোফাইলে। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, রুক্মিণী মৈত্রের প্রোফাইল হ্যাক হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –