• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘প্যান্ট পরতে ভুলে গেছেন’, তোপের মুখে সোহিনী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪  

সুইডেনে ঘুরে বেড়াচ্ছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। ভ্রমণের সেসব ছবি পোস্ট করে নিজ দেশের ভক্তদের চরম কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।

সোহিনী সরকার দুটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তাকে কালো টপ পরে থাকতে দেখা যাচ্ছে। নিচে লাল মোজা রয়েছে থাই পর্যন্ত। তবে প্যান্ট দেখা যাচ্ছে না। এই লুকেই তিনি ধরা দেন ক্যামেরার সামনে। ছবি দুটো পোস্ট করে তিনি লেখেন, ‘ফিনল্যান্ড, ক্রুজ এবং রাতের জীবন।’ তাতেই অনেকেই কটাক্ষ করেছেন প্যান্ট না পরা নিয়ে।

সোহিনী সরকারের পোস্টে একজন লেখেন, ‘এমা প্যান্ট কই?’ আরেকজন লেখেন, ‘তাড়াহুড়া করতে গিয়ে কী প্যান্ট পরতে ভুলে গেছেন?’ কেউ কেউ আবার লেখেন, ‘এত বুড়িয়ে গেছেন কেন?’

তবে সবাই যে কেবল নেতিবাচক মন্তব্য করেছেন তাই নয়। অনেকেই তার এই বোল্ড লুকের প্রশংসাও করেছেন। দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অর্থাৎ শুভশ্রীর বোন লেখেন, ‘লাল ঠোঁট আর তুমি।’ জনপ্রিয় ডিজাইনার পরমা লেখেন, ‘হ্যালো হটি।’ অভিনেত্রীর এক ভক্ত লেখেন, ‘আপনি যেন ব্ল্যাক বিউটি। কী সুন্দর দেখাচ্ছে।’

টলিউডের অন্দরে জোর গুঞ্জন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার নাকি চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি তাদের দুজনকে আলাদা আলাদা ভাবে সুইডেন থেকে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। একই জায়গা থেকে তারা বরফ নিয়ে খেলার ছবি দিয়েছেন। ফলে অনেকেরই অনুমান তারা একসঙ্গেই বেড়াতে গেছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –