• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

ভাবনার ভাবনায় শুধুই সিনেমা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

নাটকের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন কয়েকটি সিনেমাতেও। তবে এবার তার মাথায় ইদানীং সিনেমার ভাবনাই বেশি ঘুরছে। তাই সিদ্ধান্ত নিয়েছেন আপাতত সিনেমা নিয়েই থাকবেন। নাটক কী তবে বিদায়?

পরিষ্কার করেছেন অভিনেত্রী নিজেই। বলেছেন, ‘গল্প ভালো লাগলে ওয়েব ফিল্ম বা সিরিজেও অভিনয় করব। কিন্তু সিনেমাতেই সময় বেশি দিতে চাই।’

এরইমধ্যে তার অভিনীত শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং শেষ করেছেন। রায়হান খান পরিচালিত ‘পায়েল’ নামে একটি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন। নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে এ তিনটি সিনেমা মুক্তি পাবে।

এ প্রসঙ্গে ভাবনা বলেন, আমার বিশ্বাস নতুন বছর হবে আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সময়। এই বছরটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। দেখা যাক কী আছে ভাগ্যে।

এদিকে অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন ভাবনা। আগামী বইমেলায় তার নতুন একটি উপন্যাস প্রকাশ হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –