– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ষড়যন্ত্র প্রতিহত করে চলমান অগ্রযাত্রায় শামিল হতে হবে: রাষ্ট্রপতি বিএনপি যুক্তরাষ্ট্রের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়: খাদ্যমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি পারে: আইনমন্ত্রী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর রাজিবপুরে বিদেশি মদসহ গ্রেফতার ২

এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব: জয়া আহসান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২৩  

 
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমান তালে তিনি কাজ করে যাচ্ছেন দুই বাংলায়। তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় । প্রায়ই সময় বিভিন্ন বিষয় নিয়ে সরব থাকেন জয়া। এবার কবিতার লাইন জুড়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 

শনিবার (২০ মে) নিজের ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন— ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন; মনে থাকবে?’

২২ হাজারের বেশি রিঅ্যাক্টের পাশাপাশি দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অনেকেই জয়ার রূপে মুগ্ধতার কথা জানিয়েছেন।

এদিকে আগামী মাসে মুক্তি পাচ্ছে কলকাতার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। গত ১২ মে প্রকাশ্যে এসেছে ‘অর্ধাঙ্গিনী’র ট্রেলার।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –