• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নয়াপল্টনে পুলিশের ওপর হামলা: বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২  

নয়াপল্টনে পুলিশের ওপর হামলা: বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি             
রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপির হামলার ঘটনায় দুটি মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এসব মামলায় দলীয় কার্যালয়ে বিস্ফোরক সামগ্রী রাখা, পুলিশের ওপর হামলা এবং নাশকতার অভিযোগ আনা হবে। বৃহস্পতিবার সকালে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

যুগ্ম কমিশনার বিপ্লব বলেন, বিএনপির যেসব নেতাকর্মীকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে মামলা হবে। কারো বিরুদ্ধে আগেই পরোয়ানা ছিল, তাদের গ্রেফতার দেখানো হবে। তবে সবার নামেই নতুন করে মামলা হবে। এছাড়া অনেককে অজ্ঞাত আসামি করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর পুলিশের অভিযানে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। যেখানে কেন্দ্রীয় প্রায় ৮ জন নেতা রয়েছেন। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –