• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

বুক ঢাকা ঝিনুক দিয়ে, উরফির ‘অর্ধনগ্ন’ ভিডিও

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মে ২০২২  

স্বল্প পোশাকে এর আগেও জনসম্মুখে হাজির হয়েছেন উরফি জাভেদ। তবে এবারেরটা যেন বোমা পড়ার মতো। পুরো শরীরটাই দেখা যাচ্ছে! কোথাও কোনো আগল নেই। সমালোচনায় যেন উত্তাল সোশ্যাল মিডিয়ায়।

সমুদ্রপাড় থেকে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন উরফি। যেখানে দেখা যাচ্ছে বুক ঢাকতে দুটি নীল রঙের ঝিনুক ব্যবহার করেছেন তিনি। আর শরীরের নিম্নাঙ্গে একটি স্বচ্ছ গোলাপি রঙের ওড়না। ন্যুড রঙের অন্তর্বাস পরে আছেন উরফি সেই ওড়নার নীচে।

উরফির এই পোশাক দেখে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। কারও বিশ্বাসই হচ্ছে না যে কেউ এরকম ‘অর্ধনগ্ন’ভাবে জনসম্মুখে ঘুরতে পারে। অশালীন মন্তব্যের ঝড় উঠেছে সেই পোস্টের কমেন্ট বক্সে।

‘এবার সব খুলে ফেললেই তো হয়’, লিখেছেন একজন। কারও মতে, ‘এই ধরণের মেয়েদের জন্যই সমাজটা উচ্ছন্নে যায়।’ কেউ কেউ যদিও প্রশংসা করে বলেছেন,'নিন্দেয় কান দিও না। মনে রাখবে তুমি যেটা পারো সেটা ওরা পারে না।

‘বিগ বস ওটিটি’ দিয়েই মূলত সকলের নজরে আসেন উরফি। এর আগেও যদিও তার দেখা মিলেছিল। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। এরপর একাধিক মেগায় দেখা দিলেও জনপ্রিয়তা দেয় বিগ বসই। এখন তো রোজই নানা পোশাকে হাজির হন আলোকচিত্রীদের ক্যামেরার সামনে। ফটো তুলতে তার এখানে-ওখানে যাওয়া নিয়েও কম সমালোচনা হয় না!

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –