• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২  

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। সোমবার নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এবারের উৎসবে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে। সম্মান জানানো হচ্ছে চিদানন্দা দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ান পরিচালক মিকলোস জাঁকোসকে।

এছাড়া গত এক বছরে যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব মারা গেছেন তাদেরও শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। সেই তালিকায় রয়েছেন- পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বলিউড অভিনেতা দিলীপ কুমার, অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, অভিষেক চট্টোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী ।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রায়, গৌতম ঘোষ, অভিনেতা রঞ্জিৎ মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী নুসরত জাহান, ইন্দ্রাণী হালদার, সায়নী ঘোষসহ  অনেকে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –