• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

ভালো কাজ দিয়ে দর্শকের মন জয় করতে চান এনিলা 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২  

মডেল ও অভিনেত্রী এনিলা তানজুম। অল্প সময়ে শােবিজে নাম করেছেন এই মডেল তারকা। এরইমধ্যে সঞ্জয় রাজের পরিচালনায় ‘একুশে টিভির শুভ বিজয়া’,‌ এস এ টিভির জন্য ‌বিসর্জন‌ ‌নামের নাটকে কাজ করেছেন।

এছাড়া রেস্ট টু রেন্ট, সেয়ানা জামাই, মাই সাউন্ডসহ বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। এবার নতুন একটি টেলিফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি। নির্মাতা লিটু করিমের টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। টেলিফিল্মটির নাম ‘পোড়ামুখি’।

এনিলা তানজুম বলেন, সোহেল রানার ব্যাচেলর পার্ক, আনিসুজ্জামানের ডিভর্সি ওয়াইফ, আল হারুণের তুমি কার ধারাবাহিক নাটকে কাজ করছি। এছাড়া ‘পোড়ামুখি’ টেলিফিল্মের কাজটার প্রস্তাব সম্প্রতি পেলাম। এর গল্পটা বেশ ভালো।


তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে যে ধরনের গল্প নিয়ে টেলিফিল্ম নির্মাণ হচ্ছে তার চেয়ে আলাদা কিছু হবে 'পোড়ামুখি'। আমার চরিত্রটাও ভিন্ন রকমের।শুটিং শুরু হবে আগামী ২৬ ও ২৭ এপ্রিল ফরিদপুরের বিভিন্ন লোকেশনে। কাজগুলো নিয়ে আমি বেশ আশাবাদী।

এ টেলিফিল্মে আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, স্বাগতা, চৈতন্য বসাক, হাসান রাজিব ও শাহীন সিকদার।

সামনে আরও বেশ কিছু নতুন কাজ নিয়ে কথা চলছে এনিলা তানজুমের। ভালো কাজ দিয়ে দর্শকের মন জয় করতে চান এই এনিলা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –