• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দীর্ঘ বিরতি শেষে চলতি মাসেই ফিরছেন নাজমী জান্নাত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১  

নাজমী জান্নাত। একাধারে তিনি একজন মডেল, উপস্থাপিকা, ফ্যাশন ডিজাইনার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। মূলত তিনি উপস্থাপনা দিয়ে সবার নজর কাড়েন। মডেল হয়েছেন বেশ কিছু নামি-দামি পণ্যের বিজ্ঞাপন চিত্রে। করোনার কারণে গত দেড় বছর কাজ থেকে দূরে ছিলেন এই উপস্থাপিকা। তবে ঘরবন্দী সময়টি অলস না কাটিয়ে উপস্থাপনা ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। দীর্ঘ বিরতি শেষে ফিরছেন নাজমী জান্নাত। চলতি মাসেই ফটোশুট আর উপস্থাপনা দিয়ে কাজে ফিরছেন তিনি।

এনটিভি, চ্যানেল আই, এশিয়ান টিভি, আরটিভি, এটিএন বাংলা, গাজী টিভি, একুশে টিভি সহ প্রায় সবগুলো চ্যানেলে উপস্থাপনা করেছেন তিনি। টিভি অনুষ্ঠানের বাইরে উপস্থাপনা করেছেন মিস ওয়ার্ল্ড, মিসেস ইউনিভার্স, জয় বাংলা কনসার্ট, ফুটবল টুর্নামেন্ট সহ নানান অনুষ্ঠান।

নাজমী জান্নাত বলেন, করোনার কারণে সব শো-গুলো বন্ধ হয়ে যায়। ঘরবন্দী সময়টি সামাজিক কাজে লিপ্ত ছিলাম। নতুন স্বাভাবিক অবস্থায় ফের সব টিভি চ্যানেলের শো শুরু হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু কাজ নিয়ে কথা হয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই কাজে ফিরছি।

নাজমী রাজধানীর উত্তরা ইউনিভারসিটিতে ফ্যাশন ডিজাইনিংয়ের শিক্ষিকা। এরই মধ্যে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে। তার মধ্যে অন্যতম ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা। এ সিনেমায় তার কাজ বেশ প্রশংসিত হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –