• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৭ ১৪৩০

  • || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

গুচ্ছে ‘এ’ ইউনিটে প্রথম শাহরিয়ার আলম

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন শাহরিয়ার আলম পাটোয়ারী। তার প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৫০।

মঙ্গলবার রাত ৯ টায় ভর্তি কমিটির সভা শেষে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।  এবার ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৬৮ হাজার ৩২২ জন। পাশের হার ৪৩.৩৫ শতাংশ এবং অকৃতকার্য হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন। অকৃতকার্যের হার ৫৬.৬০ শতাংশ। 

‘এ’ ইউনিটে প্রথম হওয়া শাহরিয়ার আলম পাটোয়ারী সিলেটের ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষার্থী ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায়  অংশগ্রহণ করেন। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৬১৫৯৫।

উল্লেখ্য, এবার গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৮৭৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –