• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বেরোবিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৮ টায়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে এবারও পবিত্র ঈদুল ফিতরের নামাজ আগামীকাল শনিবার (২২ এপ্রিল) সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমিটির এক আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ শুক্রবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমিটির সদস্য, ইমাম ও খতিব হাফেজ মাওলানা রকিব উদ্দিন। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও হল ও ডরমিটরিগুলোতে কিছু শিক্ষার্থীসহ শিক্ষকরা অবস্থান করছেন। তাদের সুবিধার্থে আমরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেই ঈদের জামায়াত করার সিদ্ধান্ত নিয়েছি। সবার সুবিধার্থে এই নামাজের সময় সকাল ৮টায় নির্ধারণ করা হয়েছে। 

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে শুভেচ্ছা ‘ঈদ মোবারক’ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। ঈদ উপলক্ষে তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও মঙ্গল কামনা করেন।

প্রসঙ্গত, এর আগে গত কয়েকবছর করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হলেও স্বাভাবিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে এটি দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –