• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

               
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)“স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম” বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আইকিউএসি কনফারেন্স রুমে বিভিন্ন অনুষদ/বিভাগের কর্মকর্তাবৃন্দের জন্য “স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম” বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম। রিসোর্স পার্সন ছিলেন হাবিপ্রবির আইটি সেলের সিনিয়র প্রোগ্রামার মোঃ ওয়ালিদ ইসলাম, প্রোগ্রামার মোঃ আবু হেনা মোস্তফা কামাল, কম্পিউটার প্রোগ্রামার মোঃ আতিকুর রহমান, কম্পিউটার প্রোগ্রামার মোঃ রাসেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –