• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

               
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)“স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম” বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে আইকিউএসি কনফারেন্স রুমে বিভিন্ন অনুষদ/বিভাগের কর্মকর্তাবৃন্দের জন্য “স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম” বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম। রিসোর্স পার্সন ছিলেন হাবিপ্রবির আইটি সেলের সিনিয়র প্রোগ্রামার মোঃ ওয়ালিদ ইসলাম, প্রোগ্রামার মোঃ আবু হেনা মোস্তফা কামাল, কম্পিউটার প্রোগ্রামার মোঃ আতিকুর রহমান, কম্পিউটার প্রোগ্রামার মোঃ রাসেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –