• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বেরোবি অর্থনীতি বিভাগের রাজা তুর্য্য, রানী রিতা                 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

 

 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো অর্থনীতি বিভাগে রাজা-রানি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রাজা পদে (২০১৭-১৮) সেশনের তানজিমুল ইসলাম তুর্য্য ও রানী পদে নাজনীন নাজ রিতা নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দেয়।  অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাফিউল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

রাজা ও রানি পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে রাজা নির্বাচিত হন তানজিমুল ইসলাম তুর্য্য ও রানি নির্বাচিত হন নাজনীন নাজ রিতা।

অর্থনীতি বিভাগের শিক্ষক সাফিউল ইসলাম বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রথম বারের মতো রাজা-রানী নির্বাচিত হলো। শিক্ষার্থীরাও উপভোগ করেছে। বিভাগের গতানুগতিক ধারার বাইরে এটি ছিলো একটি ভিন্নরকম আয়োজন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –