• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বেরোবিতে ১ম বর্ষের ক্লাস শুরু কাল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল ২৯ জানুয়ারি। প্রতিটি বিভাগের নিজ নিজ বিভাগে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে শূন্য আসনে সাক্ষাৎকার ও ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপ্তিতে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং একই দিন বিকেল ৫টায় শূন্য আসনের বিপরীতে বিষয়বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ৬ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান মোহাম্মদ আলী। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –