• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্বল্প সময়ের মধ্যেই জটমুক্ত হবে বেরোবি- উপাচার্য

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

স্বল্প সময়ের মধ্যেই জটমুক্ত হবে বেরোবি- উপাচার্য                   
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বল্প সময়ের মধ্যে সেশনজট মুক্ত করা হবে। এরই মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সেশনজট অনেকটাই কমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন, বেরোবি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) কবি হেয়াত মামুদ ভবনের ইংরেজি বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে বিদায় সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের সেশনজট অনেকটাই কমে এসেছে। স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় পুরোপুরি সেশনজটমুক্ত হবে। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান। 

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী রায়হান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক ড. মো. মিজানুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শারমিন, আসিফ আল মতিন, কাশফিয়া ইয়াসমিন অন্বাসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন উপাচার্য।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –