• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

এখনই অনলাইন ক্লাসে আগ্রহী নয় হাবিপ্রবি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২২  

এখনই অনলাইন ক্লাসে আগ্রহী নয় হাবিপ্রবি                         
দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এ কারণে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার নীতি জোরদার করা হয়েছে। বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অনলাইন ক্লাসে ফিরেছে। তবে এখনই অনলাইন শিক্ষা কার্যক্রমে আগ্রহী নয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ বিবেচনায় হাবিপ্রবি অনলাইনে যাচ্ছে কিনা—এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শ্রীপতি সিকদার বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। বর্তমানে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করার মতো পরিস্থিতি আসেনি। আমরা আশা করছি সশরীরে শিক্ষা-কার্যক্রম চালানো যাবে। সেই সঙ্গে কোভিড পরিস্থিতির ওপর ভিত্তি করে সরকারের নির্দেশিকা অনুসরণ করে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয়।’

উল্লেখ্য, সম্প্রতি করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দেয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –