• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

বেরোবি মসজিদে প্রথম ঈদুল ফিতরের নামাজ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে এবার প্রথম পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এর আগে গত দুবছর করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হলেও স্বাভাবিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে এটাই প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় মসজিদ কমিটির সদস্য, ইমাম ও খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও হলগুলোতে কিছু শিক্ষার্থী ও ডরমিটরিগুলোতে কিছু শিক্ষক অবস্থান করছেন। তাদের সুবিধার্থে মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রঙ্গনেই ঈদের জামাত করার সিদ্ধান্ত হয়েছে।  সবার সুবিধার্থে এই নামাজের সময় সকাল আটটায় নির্ধারণ করা হয়েছে। 

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ।  এ উপলক্ষে তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও মঙ্গল কামনা করেন।
 

 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –