• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেরোবি মসজিদে প্রথম ঈদুল ফিতরের নামাজ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২২  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে এবার প্রথম পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এর আগে গত দুবছর করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হলেও স্বাভাবিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে এটাই প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় মসজিদ কমিটির সদস্য, ইমাম ও খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও হলগুলোতে কিছু শিক্ষার্থী ও ডরমিটরিগুলোতে কিছু শিক্ষক অবস্থান করছেন। তাদের সুবিধার্থে মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রঙ্গনেই ঈদের জামাত করার সিদ্ধান্ত হয়েছে।  সবার সুবিধার্থে এই নামাজের সময় সকাল আটটায় নির্ধারণ করা হয়েছে। 

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ।  এ উপলক্ষে তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও মঙ্গল কামনা করেন।
 

 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –