• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হাবিপ্রবিতে অফিসারদের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) ব্যবস্থাপনায় প্রকল্প বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার অফিসারদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ‘Financial Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইআরটির পরিচালক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশীদ।

অনুষ্ঠানে বিভিন্ন শাখার পরিচালক, উপ-পরিচালক, ডেপুটি-রেজিস্ট্রার, সহকারী পরিচালক/রেজিস্ট্রারসহ অন্যান্য অফিসাররা অংশগ্রহণ করেন। রিসোর্স পার্সন ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম ও জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আব্দুস সালাম মিয়া।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –