• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বেরোবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার ১২ এপ্রিল       

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২  

  
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ এপ্রিল। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং দেশটির বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করা হবে। বেরোবির বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের একটি দল ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সুযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে দুটি পৃথক অধিবেশন পরিচালনা করবেন এতে অংশ নিতে আগ্রহীদের বিনামূল্যে নিবন্ধনের জন্য প্রশাসনিক ভবনের বহিরঙ্গন কার্যক্রম দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে ।সেমিনারে স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন ।

এ ব্যাপারে সাব্বির আহমেদ বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই প্রথম এমন সেমিনার হতে যাচ্ছে । আমি আশা করছি এই সেমিনারের মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীরা ভালো করার সুযোগ পাবে । এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –