• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং-এ ঢাবির প্রথম স্থান অর্জন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১  

আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা 'ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে'র (আইসিপিসি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্বে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আর্থিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ শনিবার অনলাইনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার ফলাফল সোমবার প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশের ১০৮টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশ নেয়। আঞ্চলিক পর্বে বিজয়ীরা 'আইপিসি ওয়ার্ল্ড ফাইনালে' অংশ নেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিবছর এ প্রতিযোগিতায় আঞ্চলিক পর্বে অংশ নিয়ে আসছে এবং এর ফাইনালে একাধিকবার অংশ নিয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –