• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ঢাকা বিশ্ববিদ্যাল ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা সম্পন্ন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে ১২ অক্টোবর একই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে উত্তীর্ণ হয় ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। ‘ঘ’ ইউনিটে ১৬১৫ আসনের জন্য লড়াই করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ সম্পর্কিত যেকোনো ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করে।

প্রসঙ্গত, গেল ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি তদন্ত করে।

তদন্ত শেষে ভর্তিতে স্বচ্ছতা বজায় রাখতে ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –