• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দৃশ্যমান হলো অত্যাধুনিক বিমানবন্দরের স্বপ্ন   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

দেশে অত্যাধুনিক বিমানবন্দরের স্বপ্ন এখন পুরোটাই বাস্তব। বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বিমানবন্দরের সঙ্গে তালমিলিয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। এরই মধ্যে ২৫ শতাংশ কাজ শেষ হলেও দৃশ্যমান পুরো অবকাঠামো।

প্রথম দেখায় সিঙ্গাপুরের চাঙ্গী আন্তর্জাতিক বিমানবন্দর ভেবেও ভুল করতে পারেন অনেকেই। দেখতে অনেকটা চাঙ্গীর মতো মনে হলেও এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

নির্মাতা রোহানি বাহরিনের হাত ধরেই নির্মিত হচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক বিমানবন্দর। আগামী বছরই নির্মাণ কাজ শেষ হলে সব সুবিধা পাবেন যাত্রীরা। ১১৫ কাউন্টারসহ আগামী বছরই এ টার্মিনাল চালুর আশা।

টার্মিনালে ঢুকেই যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়, সে জন্য থাকছে পনেরটি চেক ইন কাউন্টার। চেক ইন পর্ব শেষ হলেই ইমিগ্রেশন। বারটি বোর্ডিং ব্রিজ সংযুক্ত থাকবে উড়োজাহাজের সঙ্গে। টার্মিনালটিতে ইমিগ্রেশন কাউন্টার থাকবে চৌষট্টিটি। আর লাগেজ টানার জন্য থাকছে ষোলটি কনভেয়ার বেল্ট।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে ২৫ শতাংশ কাজ শেষ হলেও, দৃশ্যমান হয়েছে টার্মিনাল ভবন। সুরঙ্গপথসহ তিন তলা পার্কিং। ১০ হাজার শ্রমিকের বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে ২০২৩ সালেই যাত্রী ব্যবহারের জন্য খুলে দেয়ার আশা কর্তৃপক্ষের।

এ বিমানবন্দর থেকে বছরে ১ কোটি যাত্রী সেবা নিলেও, তৃতীয় টার্মিনাল প্রস্তুত হলে তা দিগুন হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –