• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

কোটি হিটের পরও অবিক্রিত ট্রেনের ছয় হাজার টিকিট

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

ট্রেনের অগ্রিম টিকিট কাটতে অনলাইনে প্রায় এক কোটি ৩৮ লাখ গ্রাহক হিট করেছেন। অথচ ছয় হাজার ৩৭৩টি টিকিট অবিক্রিত রয়ে গেছে।

বুধবার ট্রেনের অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমের প্রধান টেকনেশিয়ান সনদীপ দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সনদীপ দেবনাথ বলেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনলাইনে হিট করেছেন ৯৪ লাখ ১০ হাজার গ্রাহক। টিকিট বিক্রির দ্বিতীয় ধাপে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে হিট করেছেন ৪৩ লাখ ৮০ হাজার। এত সংখ্যক হিট পড়লেও ছয় হাজার ৩৭৩টি টিকিট অবিক্রিত রয়ে গেছে।

আন্তঃনগর ট্রেনের টিকিট ৩৩ হাজার। এর মধ্যে কোটায় বিক্রি হয় ৩০ হাজার ৮৮৯টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৪ হাজার ৫১৬টি টিকিট বিক্রি হয়েছে। আর ছয় হাজার ৩৭৩টি টিকিট অবিক্রিত রয়েছে।

সারাদেশে প্রতিদিন অনলাইনে ট্রেনের বিক্রিযোগ্য টিকিট সংখ্যা এক লাখ ৫৪ হাজার ১৪৯টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিক্রি হয়েছে ৩৫ হাজার ২১টি টিকিট। ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকার টিকিটের চাহিদা বেশি।

জানা গেছে, অবিক্রিত টিকিট অনলাইনেই বিক্রি হবে। বিক্রি না হওয়া টিকিটগুলো অগ্রিম টিকিট বিক্রি শেষে অনলাইনে দেখা যাবে। তখন যাত্রীরা প্রয়োজনমতো সংগ্রহ করতে পারবেন।

ঈদের অগ্রিম ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ। ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

এদিকে, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। ৯ এপ্রিল পর্যন্ত অগ্রিম ফিরতি টিকিট বিক্রি হবে। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৯ এপ্রিল পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –