• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুরের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩  

গাইবান্ধা সদর উপজেলায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুর ময়জাল হকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মাসুদ রানা। এর আগে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বোয়ালি ইউনিয়নের পুলবন্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আমির হামজা সম্পর্কে ময়জাল হকের নাতি জামাই।

নিহত ময়জাল মিয়া উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত আমির হামজা ওই গ্রামের আশরাফুলের ইমলামের জামাই। স্ত্রীকে নিয়ে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে থাকেন তিনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলবন্দি বাজারের একটি দোকানের কর্মচারী ও শ্যালক মুরাদ মিয়াকে মারধর করেন আমির হামজা। খবর পেয়ে মুরাদের বাবা আব্দুল আজিজ ও দাদা ময়জাল হক বাজারে আসেন। এ সময় আমির হামজা তাদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে আমির হামজা পকেটে থাকা ছুরি দিয়ে ময়জাল হকের বুক ও পেটে আঘাত করেন। এতে গুরুতর আহত হন ময়জাল। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান বৃদ্ধ ময়জাল।

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, ছুরিকাঘাতে ময়জাল হকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত আমির হামজাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –