• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

ঠাকুরগাঁওয়ে মাদক জাতীয় ওষুধসহ ছাত্রদল নেতা মো. সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. সোহেল রানা সদর উপজেলার নারগুন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তিনি ঐ ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি এলাকার মো. নুর ইসলাম ওরফে ভান্ডারির ছেলে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এবি এম ফিরোজ ওয়াহিদ।

তিনি বলেন, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে পূর্ব নারগুন তেঁতুলতলা মোড় এলাকায় একটি বাঁশ ঝাড় থেকে ১৫টি মাদক জাতীয় ওষুধসহ তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫০০ টাকা। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –