• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মাদক মামলায় বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত       

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১  

গাইবান্ধায় মাদক মামলায় মো. পারভেজ নামে বাসের এক সুপারভাইজারের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন। মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ সুপারভাইজার পারভেজকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্যে আরও তিনজনকে আটক করা হয়। পরে মামলাটি আদালতে আসলে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –