• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সুপ্রিম কোর্টের বিচারকরা গৃহ নির্মাণের জন্য কোটি টাকা ঋণ পাবেন   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

সুপ্রিম কোর্টের বিচারকরা গৃহ নির্মাণের জন্য সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ৪ শতাংশ সুদে এই ঋণ পাবেন তারা। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতির পাশাপাশি আপিল বিভাগে পাঁচজন বিচারক আছেন, হাইকোর্ট বিভাগে আছেন ৯২ জন।

ঋণের নীতিমালা অনুযায়ী, গৃহ নির্মাণ ঋণের সুদ হার ৯ শতাংশ। ঋণগ্রহীতা ৪ শতাংশ পরিশোধ করবেন। বাকি ৫ শতাংশ সুদ সরকার দেবে।

একজন আবেদনকারী কেবল একবারই এ নীতিমালার আওতায় ঋণ পাবেন। দেশের যেকোনো এলাকায় বাড়ি তৈরির জন্য ঋণ নিতে পারবেন তিনি। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ২০ বছর। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –