• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

ইসরায়েলি অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুন ২০২৪  

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে অন্তত ৬ জন নিহত হয়েছেন। গত আট মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েল এই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি ইউনিট জেনিনের ওই গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে।

মঙ্গলবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন জানায়, তারা কাফর দানে ইসরায়েলি সেনাদের সাথে ‘তীব্র’ লড়াইয়ে যুক্ত রয়েছে। ইসরায়েলি বাহিনী এর আগে গত সোমবার রামাল্লার পশ্চিমে চার ফিলিস্তিনি এবং গত শুক্রবার জেনিনে আরো তিনজনকে হত্যা করেছিল। 

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ওই গ্রামে ‘সন্ত্রাস-বিরোধী’ অভিযান চালিয়েছে এবং চারজন সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা হামলার সময় আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করেছে এবং তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –