• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

রেলকে আধুনিক সেবার মান উপযোগী করে সাজাতে হবে: রেলমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২৪  

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের সকল প্রকার দুর্নীতি রোধ করে আধুনিক সেবার মান উপযোগী করে সাজাতে হবে। 

শনিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, যারা বেআইনীভাবে রেলের জায়গা দখল করে আছে, তাদেরকে রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হবে। আমার এলাকার অনেকেই রেলে চড়ে মন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিকিট ছাড়া কেউ পরিচয় দিয়ে ট্রেনে উঠবেন না। ভালো আচরণ করবেন। কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না।

তিনি বলেন, রেলে জায়গা ভোগ দখল করতে হলে ইজারা নিতে হবে। কোনো জবর-দখলকারীকে ছাড় দেওয়া হবে না। 

রাজবাড়ীকে পুনরায় রেলের শহর বানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। 

এ সময় বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –