• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান: প্রধান বিচারপতি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করতে আপনারা যে কাজটি করেছেন আমাদের পরবর্তী প্রজন্মের আর কারো পক্ষে এটা করা সম্ভব নয়। যে কারণে আপনারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি একটি দেশ ও সংবিধান।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বরী গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুল যৌথ উদ্যোগে এ আয়োজন করে।

ওবায়দুল হাসান বলেন, আকছির এম চৌধুরী রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুলের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান একটি অনন্য উদ্যোগ। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের আনাচে কানাচে যদি গ্রহণ করা হয় তাহলে এই বাংলাদেশ কোনো দিন পথ হারাবে না। এই বাংলাদেশ সঠিক পথে থাকবে।

অ্যাডভোকেট আকছির এম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রেজিস্টার জেনারেল গোলাম রাব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সি মো. মশিয়ার রহমান, রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের সম্পাদক মো. শওকত চৌধুরী, আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শিরিন আক্তার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ৫৫ জন মুক্তিযোদ্ধা অংশ নেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –