• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

কৃষকদের স্বার্থে ভর্তুকি দিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বব্যাংকের আপত্তি সত্ত্বেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের স্বার্থে ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষিখাতের উন্নয়নে অবিচল রয়েছেন। এ কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। 

সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার উদ্যোগে আয়োজিত ‘ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য বাংলার কৃষকসহ আমাদের সবাইকে স্মার্ট হতে হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –