• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে মানুষ এখন ডিজিটাল সেবা পাচ্ছেন’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪  

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সব দফতরে মানুষ এখন ডিজিটাল সেবা পাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার আয়োজনে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, বর্তমানে দেশের প্রতিটি ব্যাংক, বীমা ও ভূমি অফিসসহ সব দফতরেই মানুষ ডিজিটাল সেবা পাচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাবও করা হয়েছে।

তিনি বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষক, শ্রমিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতার প্রয়োজন। দেশের সুনাম অর্জন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেটের আঞ্চলিক মুখ্য ব্যাবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও কৃষি ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ম্যানেজার হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –