• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে:সালমান এফ রহমান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪  

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, রমজানে কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, দেশে এখন ডলারের সংকট নেই। রেটটা বেশি আছে, সেটা নিয়েও ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই সেটাও একটা জায়গায় দাঁড়াবে।

তিনি বলেন, পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অসাধু ব্যবসায়ী যার এ কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সালমান এফ রহমান বলেন, কয়েকদিনের মধ্যে সারাদেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকবেন খাদ্যমন্ত্রী। কীভাবে ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে তাদের নির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, আল্লাহর রহমতে এ রমজান আমরা সুন্দরভাবেই শেষ করব। আশ করি কোনো সমস্যা হবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –