• শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৯ ১৪৩১

  • || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখতে কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রদূতরা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একদিনের পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ পরিদর্শনে নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মূলত কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতেই তাদের এই ভ্রমণ।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি সকালে তারা প্রথমে চট্টগ্রাম যাবেন। এরপর ট্রেনযোগে চট্টগ্রাম থেকে তারা কক্সবাজার যাবে। এ সময় কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন রাষ্ট্রদূতরা। সফরে বঙ্গবন্ধু টানেল পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তাদের।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে অধিবেশনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে বাংলাদেশে ৫১টি বিদেশি দূতাবাস রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –