• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সব ভাষাকে আমরা সম্মান করব: সিমিন হোসেন রিমি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪  

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, সব ভাষাকে আমরা সম্মান করব। আমাদের দেশেও ছোট অনেক নৃগোষ্ঠী আছে, তাদেরও নিজস্ব ভাষা আছে।

তিনি বলেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে, হালুয়া ঘাটের দিকে, তারা তাদের ভাষায় কথা বলে। তারা যখন তাদের ভাষায় কথা বলে, তখন তাদের আত্মায় অনেক শান্তি লাগে। তাই আমরা প্রত্যেকের ভাষাকে সম্মান করবো।

বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যে রাষ্ট্রভাষা বাংলা পেলাম। কাকতালীয়ভাবে যে দুজন প্রবাসী ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার জন্য কাজ করছিলেন, তাদের দুজনের নাম ভাষা শহিদদের নামের সঙ্গে মিলে যায়। দেশ হলো মায়ের মত, মাকে যেমন ভালোবাসা যায়, তেমনি দেশকেও ভালোবাসতে হবে।

বাংলাদেশ শিশু অ্যাকাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল প্রফেসর, বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার ড. সৈয়দ আনোয়ার হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান।  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –