• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

রাজধানীতে প্রয়োজনের তুলনায় ১৬ শতাংশ রাস্তা কম: স্বরাষ্ট্রমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজধানীতে প্রয়োজনের তুলনায় ১৬ শতাংশ রাস্তা কম রয়েছে। ঢাকায় ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হলেও আছে ৯ শতাংশ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে সেটি সাড়ে ৯ শতাংশ হতে পারে।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় দুই কোটি লোকের বসবাস। আমাদের রাস্তার সংকট রয়েছে। একটা শহরে যানবাহন উপযোগী রাখতে ট্র্যাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য অন্ততপক্ষে ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হয়। সেখানে আমাদের আছে ৯ শতাংশ।

তিনি আরো বলেন, আমরা যানবাহন চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করেছিলাম। কিন্তু এতে আশানুরূপ ফল পাওয়া যায়নি। সেজন্য আমরা সেখান থেকে সরে এসে আরেকটি পরিকল্পনা নিয়েছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা শিগগিরই কিছু কিছু জায়গায় লাইটিং সিস্টেমের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি শুরু করবো। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরকেই এ ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র আমাদের সঙ্গে যুক্ত হবেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –