• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

‘ইসলামি শিক্ষা পুনর্গঠনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪  

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, অতীতে মাদরাসা শিক্ষা চরমভাবে অবহেলিত ছিলো। বর্তমান সরকার ইসলামি শিক্ষার পুনর্গঠনে নানা যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে।

শনিবার দুপুরে নরসিংদীর চন্দনবাড়ী কামিল মাদরাসা মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মনোহরদী উপজেলাধীন সব মাদরাসার আয়োজনে শিল্পমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদরাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করছে। প্রতিটি মাদরাসায় ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে সম্পৃক্ত করা হয়েছে। সাধারণ শিক্ষার অনুরূপ মাদরাসা শিক্ষায় বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে। মাদরাসা শিক্ষায় বিদ্যমান সমস্যার সমাধান ও আধুনিকায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে।

চন্দনবাড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহা. ফজলুল হক, সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এস ইকবাল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া ও জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –